১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


দেশের বাজারে এসেছে ইনফিনিক্সের ল্যাপটপ

-

প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে ল্যাপটপ উন্মোচন করেছে ইনফিনিক্স। ব্র্যান্ডটির নতুন ল্যাপটপ ইনবুক ওয়াই টু প্লাস মডেলটি দেশে তৈরি কোম্পানির প্রথম ল্যাপটপ। বাজারে নতুন ডিভাইসটির ৮জিবি র্যাম ও ৫১২ স্টোরেজ ভার্সন পাওয়া যাচ্ছে। এতে আছে ইন্টেলের ১১ প্রজন্মের কোর আই৫ প্রসেসর।
দারাজ চেরাগ ক্যাম্পেইনের সঙ্গে বিশেষ পার্টনারশিপে বাজারে এসেছে নতুন এ ল্যাপটপ। ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে এ ক্যাম্পেইন। ইনবুক ওয়াই টু প্লাসের বাজার মূল্য ধরা হয়েছে ৫৮ হাজার ৯৯০ টাকা।
ইনবুক ওয়াই টু প্লাসে আছে ইন্টেল কোর আই৫-১১৬৫জি৭ প্রসেসর, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই এসএসডি, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, ১৫ দশমিক ৬ ইঞ্চির ১৯২০ী১০৮০ রেজুল্যুশনের ডিসপ্লে এবং ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি। রুপালি, ধূসর ও নীল, তিন রঙে পাওয়া যাবে ওয়াই টু প্লাস। ওয়াই টু প্লাসে দেয়া হয়েছে দীর্ঘস্থায়ী ৪৫ ওয়াট-আওয়ার ব্যাটারি। যার সাহায্যে টানা ৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা যাবে।


আরো সংবাদ



premium cement